আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ০৩:০৮ অপরাহ্ণ
ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত

ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন।

শনিবার লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে বিমান হামলায় নিহত হন আফিফ। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) খবরে বলা হয়, ইসরায়েল রাস আল–নাব্বা এলাকায় বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর গণমাধ্যম সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হন। যে ভবনে হামলা চালানো হয়, সেটি ছিল সিরিয়ান বাথ পার্টির লেবানন শাখার কার্যালয়। বাথ পার্টির লেবানন শাখার সেক্রেটারি জেনারেল আলি হিজাজি হিজবুল্লাহর মুখপাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাশের ভবনের এক বাসিন্দা বলেন, হামলার আগে তাদের সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা বিষয়টিতে গুরুত্ব দেননি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ আছেন

Sharing is caring!