আজ শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০৩:৩০ অপরাহ্ণ
ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

য়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যা মামলায় স্ত্রী সাবিনা খাতুন ও প্রেমিক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হযরত আলী সাবিনা খাতুনকে নিয়ে সংসার করাকালে লিয়াকত আলীর সঙ্গে সাবিনা খাতুন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনার প্রায় একমাস আগে হযরত আলী তার ঘরে স্ত্রী ও লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে তাদের দুজনকেই গালমন্দ করেন। অনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার পথে লিয়াকত ও সাবিনা খাতুনের স্বামী হযরত আলীকে বাধা মনে করে। তারা হযরত আলীকে হত্যার জন্য পরিকল্পনা করেন। ২০২১ সালের ২৯ আগস্ট হযরত আলী হালুয়াঘাট থেকে শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে সাবিনা খাতুন মোবাইলে হযরত আলীর অবস্থান জেনে নেন। পরে লিয়াকত আলী কৌশলে হযরত আলীকে হালুয়াঘাট পশ্চিম কুতিকুড়া আঁতলা বিলের সামনে নিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে লিয়াকত আলী হযরত আলীর গলায় থাকা গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। লিয়াকত আলী হত্যার বিষয়টি মোবাইলে সাবিনা খাতুনকে জানান। পরে দুজনে মিলে লিয়াকত আলী আবাদি জমিতে হযরত আলীর মরদেহ পুতে রাখেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, নিহতের ভাই আবু নাসের বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা দায়েরের পর আদালত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক শেষে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

Sharing is caring!