আজ শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজও ‘বিপজ্জনক’ অবস্থায় দিল্লির বায়ু, ঢাকার অবস্থা কী?

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০৩:২০ অপরাহ্ণ
আজও ‘বিপজ্জনক’ অবস্থায় দিল্লির বায়ু, ঢাকার অবস্থা কী?

ভারতের দিল্লির বায়ু টানা তিন দিন ধরে ‘বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। পাকিস্তানের লাহোরের বাযুও একই অবস্থায় রয়েছে।

এদিকে ঢাকার বায়ুর মানও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে কয়েকদিন ধরে।

রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে দেখা গেছে, দিল্লির বায়ুদূষণের স্কোর ৭১৬। লাহোরের স্কোর ২৯৫।

সূচকে এখন ২৭০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। চতুর্থ অবস্থানে ঢাকা, যার স্কোর ১৮৯ এবং বায়ুমান অস্বাস্থ্যকর।

তালিকায় এখন পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৮৮; ষষ্ঠ ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৮১; সপ্তম মিশরের কায়রো, স্কোর ১৫৭; অষ্টম ভারতের মুম্বাই, স্কোর ১৫৪; নবম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৫৩; দশম স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনিয়া, স্কোর ১৪৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

Sharing is caring!