বিএনপি তার শাসনামলে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে জানিয়ে দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে শিক্ষক-কর্মীচারীদের সব সমস্যার সমাধান হবে।
শনিবার (১৬ নভেম্বর) লাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি লাঙ্গলকোট উপজেলা শাখার সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সেলিম ভূইয়া বলেন, যে জাতি শিক্ষককে সম্মান দিতে জানে না সে জাতি দুর্ভাগা। পতিত আওয়ামী স্বৈরশাসক দেশকে দুর্ভাগা জাতিতে পরিণত করেছিল। মানুষ বানানোর কারিগর শিক্ষক সমাজকে অবহেলিত করে রেখেছিল। প্রাপ্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত করেছিল তারা। দলীয়করণ করে শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারের লেজুড়বৃত্তিক করে তুলেছিল আওয়ামী লীগ।
শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধানে প্রয়োজন বিএনপির নেতৃত্বাধীন সরকার- এ কথা উল্লেখ করে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান বলেন, ‘শিক্ষকদের অবসর সুবিধা, আংশিক উৎসব ভাতা, জাতীয় বেতন স্কেল, একটি ইনক্রিমেন্ট বিএনপি সরকার দিয়েছে। আগামীতে বিএনপি আবার ক্ষমতায় এলে শিক্ষক-কর্মচারীদের সব সমস্যা সমাধান করা হবে।’
অধ্যক্ষ সালাহউদ্দিন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, বাকশিস সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, কেন্দ্রীয় নেতা সায়েদুল হোক, কুমিল্লা জেলা সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।
Sharing is caring!