২০২৫ সালে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। আসন্ন এই আসরকে সামনে রেখে নভেম্বরের শেষ দিকে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল-২০২৫-এর মেগা নিলাম। যেখানে বাংলাদেশ দেশ থেকে ড্রাফটে থাকবেন সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানসহ ১২ জন ক্রিকেটার। তার মধ্যে একজন লেগ স্পিনার রিশাদ হোসেন।
আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার এই লেগি জানালেন আইপিএলে খেলার ইচ্ছা প্রসঙ্গে।
সৌদি আরবে হতে যাওয়া নিলামের সময় রিশাদ অবস্থান করবেন ওয়েস্ট ইন্ডিজে। আইপিএলে দল পাবেন কি না, সেটা সময় বলে দেবে.. তবে এটা নিয়ে কিছুটা ভাবনা অবশ্যই আছে এই লেগির।
অনুশীলন শেষে রিশাদ বলেন, ‘ইচ্ছা তো সবার থাকে। তবে বেশি আশা করা ভালো না। আমি বেশি আশা করি না কখনো, কোনকিছু নিয়ে। তাহলে কষ্ট পাব না। আমি এরকম চিন্তা করি না কখনো কিছু নিয়ে। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না। নরমাল থাকার চেষ্টা করি যে সবকিছু তো আল্লাহর হাতে। দেখা যাক কী হয়।’
রিশাদের অবশ্য নির্দিষ্ট দল নিয়ে আশা নেই, ‘আইপিএলে পারফর্ম করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। মানুষের ভালো দিন বা খারাপ দিন হতে পারে, তবে আমি এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করি না, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। আমার কোনো নির্দিষ্ট দল নিয়ে আশা নেই। যেমন ধরুন, যদি আমি আশা করি চেন্নাই আমাকে নেবে এবং অন্য কোনো দল আমাকে নিয়ে নেয়, তাহলে অবশ্যই খারাপ লাগবে। তাই আমি এভাবে চিন্তা করি না।’
রিশাদের নিজের কোনো পছন্দের দল আছে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘সাধারণত আমি কলকাতা নাইট রাইডার্স পছন্দ করি। কারণ সেখানে সাকিব ভাই (সাকিব আল হাসান) ও লিটন দা (লিটন দাস) খেলেছেন।’
তবে সবকিছুর আগে রিশাদের বর্তমান লক্ষ্য গ্লোবাল সুপার লিগে ভালো পারফরম্যান্স করা। কারণ এই ক্রিকেটার বিশ্বাস করেন.. রংপুরের এই দল বাংলাদেশের ১৮ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করবে বিশ্বমঞ্চে। সেই সঙ্গে গ্লোবাল এই টুর্নামেন্টে ভালো করে রাস্তা খুলতে চান বিশ্বজুড়ে অন্যসব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের।
নিজের পরিকল্পনার কথা জানাতে নিয়ে রিশাদ আরও বলেন, ‘আগে থেকেই আমি লক্ষ্য নির্ধারণ করছি না। ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করে যাব। নরমাল যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাই রাখব আরকি। যেহেতু চারটা চার রকম দল। চেষ্টা করব নিজের ভালোটা দেয়ার।’
‘বিশ্বকাপ শেষ হওয়ার পর কিছু বিষয় নিয়ে কাজ করছিলাম। ভেরিয়েশন এবং লাইন লেংথ নিয়ে। আশা করা যায় সামনের দিকের সিরিজগুলোতে ভালো করব।
Sharing is caring!