টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিয়েছেন বোলাররা। ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে।
১০ ওভার শেষে ৪৯ রান তুলেছে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে এর ৬ ওভার শেষে ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে।
দলীয় ৮ রানে ক্রেগ আরভিনকে ফিরিয়ে শুরুটা করেন শেখ মেহেদি। দলীয় ৩৬ রানে পর টানা তিন বলে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।
অভিষিক্ত গাম্বিকে ফেরান ১৮ মাস পর জাতীয় দলে ফেরা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারের প্রথম বলে রান আউটে কাটা পড়েন বেনেট (১৬)। দ্বিতীয় বলেই সিকান্দার রাজাকে ফেরান শেখ মেহেদি।
সপ্তম ওভার বল করতে এসে পরপর দুই বলে শন উইলিয়ামস (০) ও রায়ান বার্লকে ফেরান তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের দলীয় ৪১ রানে সপ্তম উইকেটের দেখা পায় বাংলাদেশ। লুক জংওয়েকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সাইফউদ্দিন।
Sharing is caring!