প্রায় ১৪ বছর পর আবারও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। শুক্রবার রাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কিউইরা।
আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৮ রানের জয় পায় নিউজিল্যান্ড।
টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার তুলেন ৪৮ রান। ২৮ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন সুজি বেটস। ৩১ বলে ৩৩ রান করেন ওপেনার জর্জিয়া প্লামার। ব্রুক হ্যালিডে (১৮), সোফি ডিভাইন (১২), ম্যাডি গ্রিন (৩) এবং রোজমেরি মাইর ২ রানে আউট হলে ছন্দ হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত লিয়া তাহুহুর ৬ রান এবং ইসাবেলা গেজের অপরাজিত ২০ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড।
২০০৯ সালে শুরু নারী টি-টোয়েন্টির প্রথম দুই আসরে ফাইনালে উঠেছিল কিউই মেয়েরা। তবে একবারও শিরোপা জেতা হয়নি। এবার কি সেই দুঃখ ঘোচাতে পারবে কিউই মেয়েরা, সেটাই বড় প্রশ্ন।
Sharing is caring!