আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান ভারত সিরিজের পর বাংলাদেশের জার্সি গায়ে আর দেখা যাবে না এক সময়ের সেরা ফিনিশারকে। সব ঠিক থাকলে মাহমুদউল্লাহ ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে যাচ্ছেন হায়দ্রাবাদে আগামী ১২ অক্টোবর। পরের বিশ্বকাপের জন্য নতুনদের সুযোগ দিতে অবসরের ঘোষণা রিয়াদের।
ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ২০ ওভারের ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বিশ্বকাপ মিশনে নতুনদের সুযোগ দিতেই রিয়াদের সরে দাঁড়ানো,
‘এই সিরিজ শেষে আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। এই সফরে আসার আগেই আমি এটা ঠিক করে রেখেছিলাম। আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এই সংস্করণ থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময়। সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দিতে চাই। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা যদি ভাবি আমার জন্য এটা কঠিন।’
তবে দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টিই নয়। ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও খেলবেন মাহমুদউল্লাহ। অর্থাৎ ১২ অক্টোবর হায়দ্রাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ।
অভিজ্ঞ রিয়াদ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৩৯ ম্যাচ খেলেছেন। সিরিজের পরের দুই ম্যাচে একাদশে থাকলে রিয়াদের ম্যাচ সংখ্যা হবে ১৪১। ব্যাট হাতে ২৩.৪৮ গড় ও ১১৭.৭৪ স্ট্রাইকরেটে ২৩৯৫ রান করেছেন ৮ ফিফটি হাঁকিয়ে।
Sharing is caring!