আজ বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে চাই : আমীর খসরু

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ০৫:২৭ অপরাহ্ণ
নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে চাই : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে চাই, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপাক্ষিক, আঞ্চলিক সহযোগিতা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে নেপালের সঙ্গে আলোচনা হয়েছে।’

সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে পর আমীর খসরু বলেন, ‘নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা পাশাপাশি সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নেপালে সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে চাই। মানবাধিকার, সুশাসন, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্কের প্রতিফলন আমরা আগামী দিনগুলোতে দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) নিয়ে আলোচনা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল সার্ক নিয়ে, সে সার্ককে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। নেপালের রাষ্ট্রদূত তারাও সেটা মনে করছেন যে, সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়া নিয়ে যে সম্ভাবনা ছিল, সেটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। সেটা আমরা করে যাবো।’

খসরু বলেন, ‘দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য, জনগণের সঙ্গে জনগণের উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়ন এবং যাতায়াতের জন্য একে অপরকে সহযোগিতা করার যে সুযোগ এবং সম্ভাবনা আছে সেটা সবাই মিলে সার্ককে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।’

এছাড়া নেপালের হাইড্রোইলেকট্রিক বিদ্যুৎ বাংলাদেশে কীভাবে আনা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপি নেতা আমীর খসরু

Sharing is caring!