আজ বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, জাপাকে সারজিস

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ০৩:০৯ অপরাহ্ণ
পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, জাপাকে সারজিস

রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করায় জাতীয় পার্টির সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। দলটিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছি, সেখানে জাতীয় পার্টি তুচ্ছ বিষয়। আবু সাঈদের রক্তমাখা রংপুরে কোনো স্বৈরাচারের দোসরদের চোখ রাঙানোকে ভয় পায় না বিপ্লবী ছাত্ররা। সাহস সামর্থ্য থাকলে তারিখ নির্ধারণ করে রাজপথে আসুন।’

শনিবার সন্ধ্যায় ‘রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে রাষ্ট্র সংস্কারের তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, যারা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্টকে ক্ষমতায় বৈধতা দিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা প্রত্যেকে ২৪-এর গণ-অভ্যুত্থানের দোসর।

শিগগিরি রংপুরে মহাসমাবেশ করার ঘোষণা দেন ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়। সেখানে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলেও তিনি জানিয়েছেন।

বিগত সময়ে উন্নয়ন বঞ্চিত রংপুরকে এগিয়ে নিতে আলোচনা করা হবে সম্মেলনে বলেও জানান সারজিস আলম।

এর আগে, এদিন সকালে রংপুর সফরে আসেন সারজিস আলম। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে তিনি পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান। সেখানে ছাত্র আন্দোলন চলাকালে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তারা। পরে আইজিপির সঙ্গে সারজিস আলম রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

Sharing is caring!