আজ মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন দিগন্তে পৌঁছাতে চাই: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ০৭:১১ অপরাহ্ণ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন দিগন্তে পৌঁছাতে চাই: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী। এর আগে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন।

ড. ইউনূস উল্লেখ করেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় দেশই সম্মত হয়েছে। অর্থনীতি, সংস্কৃতি, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও কর্মসংস্থান সৃষ্টি এবং ভিসা সহজীকরণ নিয়েও আলোচনা হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিদিন ৪০০ থেকে ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে, যা একটি গুরুতর সমস্যা। এই সংকটের সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় সম্ভব, এবং মালয়েশিয়াও এই সমস্যায় ক্ষতিগ্রস্ত। একসঙ্গে কাজ করে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আঞ্চলিক জোটগুলোকেও এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ড. ইউনূসের মানবাধিকার ও মর্যাদা রক্ষার ভূমিকা প্রশংসনীয় এবং তাকে তিনি ব্যক্তিগতভাবে জানেন ও বিশ্বাস করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে আশা প্রকাশ করেন যে ড. ইউনূস দেশের মানুষের প্রত্যাশা পূরণে সফল হবেন।

Sharing is caring!