আজ রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০২:৪৩ অপরাহ্ণ
গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র কর্ণধার কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা পুলিশ গতরাতে ভাটারা থানা এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, তাপসকে আদালতে পাঠানো হবে। ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। আদালতে তোলার পর তাকে কারাগারে আটক রাখতে আদালতে আবেদন করা হবে।

শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো আত্মগোপনে চলে যান গান বাংলার চেয়ারম্যান তাপস। কয়েকবার জায়গা পাল্টিয়ে তিনি গুলশানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।

তাপস পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।

২০১৩ সালের ১৬ ডিসেম্বর অনুষ্ঠানটির সম্প্রচারে আসে গান বাংলা টিভি। এক সময়ে একচ্ছত্রভাবে গানবাংলার নিয়ন্ত্রণ নেন গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা আরমান মুন্নি

Sharing is caring!