আজ শনিবার, ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার মারা গেছেন, নিশ্চিত করল ইসরায়েল

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪, ০২:২০ পূর্বাহ্ণ
হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার মারা গেছেন, নিশ্চিত করল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাগোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। মৃতদেহের ডিএনএ পরীক্ষার পর বৃহস্পতিবার রাতে সিনওয়ারের মৃত্যু নিশ্চিতের ঘোষণা দেয় ইসরায়েল সরকার। অবশ্য হামাসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বুধবার দক্ষিণ গাজার রাফাহতে হামাস যোদ্ধাদের একটি দলকে লক্ষ্য করে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে অন্য যোদ্ধাদের সঙ্গে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সিনওয়ার। তবে সিনওয়ার যে সেখানে ছিলেন এ ব্যাপারে আগে থেকে জানত না ইসরায়েলি বাহিনী। সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধাসহ মোট তিনজনের মরদেহ পায় তারা। বৃহস্পতিবার মৃতদেহের ডিএনএ টেস্টের পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। এরপর থেকেই ইসরায়েলের প্রধান টার্গেট ছিলেন সিনওয়ার। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সিনওয়ার গত এক বছর ধরে গাজায় লুকিয়ে ছিলেন। একাধিক ইসরায়েলি হত্যাচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছেন তিনি। তাকে ইসরায়েলের হামাসের হামলার প্রধান নেপথ্য কারিগর হিসেবে ধরা হয়। হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়েহের হত্যাকাণ্ডের পর তাকে আগস্টে সংগঠনের নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। হানিয়েহকে তেহরানে ইসরায়েলের একটি হামলায় হত্যা করা হয়েছিল।

ইসলামি আন্দোলনের বিশেষজ্ঞরা বলেন, হামাসের আদর্শে ইসরায়েলকে শুধু একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং মুসলিম ভূমিতে একটি দখলদার শক্তি হিসেবে দেখা হয়। এ কারণে, সিনওয়ার ও তার অনুসারীরা যুদ্ধ ও কষ্টকে ইসলামের বৃহত্তর আত্মত্যাগের অংশ হিসেবে মনে করেন। গাজায় তার দুর্ভোগময় শৈশবের স্মৃতির কথা তার ভাষণে প্রায়ই উঠে আসতো। সেখানে তিনি একটি দরিদ্র পরিবারে বড় হন। গাজার অধিবাসী উইসাম ইব্রাহিম জানিয়েছেন, সিনওয়ার একবার বলেছিলেন যে, তার মা জাতিসংঘের খাদ্য সহযোগিতার খালি বস্তা দিয়ে তার জন্য পোশাক তৈরি করতেন।

২০০৫ সালে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর, সিনওয়ার গাজার ভেতরে বিশাল সামরিক অবকাঠামো গড়ে তুলতে হামাসের মনোবল ও সম্পদ কেন্দ্রীভূত করেছিলেন।

Sharing is caring!