আজ সোমবার, ২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন ডিএসইর চেয়ারম্যান হাসান বাবু

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ০৩:২০ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডিএসইর চেয়ারম্যান হাসান বাবু

ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রবিবার রাতে তিনি ডিএসইতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন।

সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্ত্বিক আহমেদ শাহ।

তিনি বলেন, ‘চেয়ারম্যান বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে গতকাল রাত সাড়ে ১১টার দিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এখন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

এ বিষয়ে বিএসইসির কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মু. মোহসীন চৌধুরী বলেছেন, ‘উনি (হাসান বাবু) গতকাল রাতে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমি দেখেছি। এখন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তবে শুধু চেয়ারম্যানের পদত্যাগে সন্তুষ্ট নন ডিএসইর সদস্যরা। এর আগে গত ১২ আগস্ট ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে চেয়ারম্যানসহ সকল স্বতন্ত্র পরিচালকের পদত্যাগের দাবি জানিয়েছিল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

দেশের পটপরিবর্তিত পরিস্থিতিতে এর আগে গত ১০ আগস্ট পদত্যাগ করেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

Sharing is caring!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু-মুসলিম সকলকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। শনিবার গোপালগঞ্জের কালীনগর হাই স্কুল মাঠে পেশাজীবি, জনতার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষক নেতা বাবু দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক এডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ বিশেষ অতিথি ছিলেন। সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি জনগনের দল। দলে যারা বিতর্কিত এবং জনগনের সঙ্গে সুসম্পর্ক রাখেন না তাদের বিষয়ে তারেক রহমান অবগত। এসময় সেলিম ভূঁইয়া অন্তর্বতীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগনের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান। জয়নাল আবেদীন মেসবাহ বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবো। আমরা আমৃত্যু বিএনপি নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাবো। আগামী জাতীয় নির্বাচনে গোপালগঞ্জের সব আসনে ধানের শীষের প্রার্থী বিজয় লাভ করবে।