দেশে কাঁচা মরিচের ঘাটতি সামলাতে গত দুই দিনে ভারত থেকে বেনাপোল দিয়ে ৫৯৩ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভারত থেকে আমদানি হয়েছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ। আর গতকাল সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ৫৮১ মেট্রিক টন ৯৭০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়। এ নিয়ে গত দুইদিনে আমদানি হয়েছে ৫৯৩ মেট্রিক টন।
বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়। প্রতিটনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি মূল্য ৬০ টাকা আর শুল্ককর ৩৬ টাকা পড়েছে।
দুর্গাপুজার কারণে গত ৫ দিন বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল। গতকাল সোমবার বন্দর সচল হওয়ায় পরই ভারত থেকে ৫০ ট্রাকে আমদানি হয়েছে ৫৮১ মেট্রিক টন ৯৭০ কেজি কাঁচামরিচ। শুল্ক করাদি পরিশোধ করে বেনাপোল বন্দর থেকে আমদানিকারকরা ডেলিভারি নিয়েছে কাঁচামরিচের এই বিশাল চালান।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় এক ট্রাকে ১০ মেট্রিক টন ৯৫৬ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। গতকাল সোমবার ৫০ টি ট্রাকে করে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচামরিচ আমদানি হয়। শুল্ক করাদি পরিশোধ সাপেক্ষে কাঁচামরিচের চালানগুলো দ্রুত খালাস দেওয়া হয়েছে।
Sharing is caring!