আজ বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পক্ষের আইনজীবী না থাকায় এক মাস পেছাল চিন্ময়ের জামিন শুনানি

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ০২:৫০ অপরাহ্ণ
পক্ষের আইনজীবী না থাকায় এক মাস পেছাল চিন্ময়ের জামিন শুনানি

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পেছানো হয়েছে। চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী না থাকায় বিচার শুনানি পিছিয়ে ২ জানুয়ারি পরবর্তী সময় নির্ধারণ করেন।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে গত বুধবার চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় ওইদিন আইনজীবীরা আদালত বর্জন করায় শুনানি হয়নি।

গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময়কে গ্রেপ্তার করেন। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করার পর বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন নামঞ্জুর হওয়ায় ওইদিন ইসকনপন্থিরা আদালতে হট্টগোল সৃষ্টি করেন। এসময় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই তার বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।

সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েক দিন এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে।

অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ।

Sharing is caring!