আজ শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর খসড়া অনুমোদন, রয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০৩:০৭ অপরাহ্ণ
ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর খসড়া অনুমোদন, রয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই আইনের বলে রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল।

বুধবার দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইনের সংশোধনী প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের সংশোধনী প্রস্তাবের খসড়ায় খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিল করা যাবে।

উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে ঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার ১৯৭৩ সালের আইনের আওতায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার করে। একই অভিযোগে সংগঠন বা দল হিসেবে জামায়াতের বিচার করার জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান রেখে এই আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছিল শেখ হাসিনার সরকার, যদিও শেষ পর্যন্ত তারা তা করেনি।

তবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। পরে অন্তর্বর্তী সরকার এসে সেই নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে অফিস করেন।

বেলা ১১টার দিকে সচিবালয়ের প্রবেশ করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

সচিবালয়ে এসে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস

Sharing is caring!