আজ সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় বাংলাদেশি ‘রেমিট্যান্স যোদ্ধা’ নিহত

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪, ০৪:১৬ অপরাহ্ণ
লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় বাংলাদেশি ‘রেমিট্যান্স যোদ্ধা’ নিহত

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

মোহাম্মদ নিজাম উদ্দিন নামে ওই ‘রেমিট্যান্স যোদ্ধা’ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের সন্তান। তার বয়স ৩১ বছর ১১ মাস (পাসপোর্ট নম্বর: EF0620043)।

দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকাল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থানকালে বিমান হামলায় ঘটনাস্থলে মারা যান নিজাম।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিন নামে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Sharing is caring!