আজ শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডের অন্তর্বর্তী হেড কোচ হলেন জেসন গিলেস্পি

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ণ
পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডের অন্তর্বর্তী হেড কোচ হলেন জেসন গিলেস্পি

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছেড়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে সিরিজ খেলতে যাওয়ার আগে বড় এক ধাক্কাই খেয়েছে পাকিস্তান দল। আজ ( সোমবার) হঠাৎ পাকিস্তান দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন গ্যারিস কারস্টেন।

তিনি দায়িত্ব ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই এবার নতুন কোচের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাদা বলের ক্রিকেটে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে জেসন গিলেস্পিকে দায়িত্ব দিয়েছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে যে গ্যারি কার্স্টেনের পদত্যাগের পর অস্ট্রেলিয়ার আসন্ন সাদা বলের সফরে পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জেসন গিলেস্পি। আগামী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন গিলেস্পি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর মাত্র এক সপ্তাহ আগে কারস্টেনের পদত্যাগের ঘোষণা পাকিস্তানের জন্য এক ধাক্কা হয়েই আসে। তবে গিলেস্পি আগে থেকেই টেস্ট সংস্করণের কোচ থাকায় বিকল্প খুঁজতে খুব একটা বিপদে পড়তে হয়নি পাকিস্তানকে।

গতকালই ২৫ সদস্যের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি। সেই চুক্তি প্রকাশের আগে না কি কিছু জানানোই হয়নি কারস্টেনকে। এদিকে গতকাল রাতেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়কত্ব দেয়া হয় রিজওয়ানকে। পাকিস্তানের গণমাধ্যমের খবর, পিসিবির নেয়া সেই সিদ্ধান্তও পছন্দ হয়নি কারস্টেনের।

এ ছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনও ম্যাচে খেলোয়াড়দের একাদশ গঠনে কোচের ভূমিকা থাকবে না, এই নিয়মটিও মেনে নিতে চাননি কারস্টেন। সবমিলিয়ে গতকাল রাত থেকেই গুঞ্জন ওঠে পাকিস্তান ছাড়তে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনার। যা শেষ পর্যন্ত সত্যি হয়েছে।

Sharing is caring!