আজ শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিয়ে দুই রিট: দল নিষিদ্ধ চাননি সমন্বয়করা, তাহলে কী আছে তাতে?

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ০৫:২৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ নিয়ে দুই রিট: দল নিষিদ্ধ চাননি সমন্বয়করা, তাহলে কী আছে তাতে?

আওয়ামী লীগ আমলের সংসদ নির্বাচন এবং দলটিকে নিয়ে হাইকোর্টে দুটি রিট করেছেন দুই সমন্বয়ক। সোমবার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম পৃথক এসব রিট দায়ের করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিভ্রান্তিও তৈরি হয়।

প্রকৃতপক্ষে রিট করা হয়েছে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচন নিয়ে। আর এই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি রিট করা হয়।

এ বিষয়ে সোমবার দুপুর ১২টা ৪৭ মিনিটে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, “দুটি রিট করেছি।”

“আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়ে প্রথম রিট। এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সকল একটিভিটি থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট।” বলেন হাসনাত।

“দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই” বলেও উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ।

একই কন্টেন্ট পোস্ট করেন সারজিস আলমও।

আওয়ামী লীগের আমলের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত তিনটি নির্বাচনই ছিল বিতর্কিত। সবশেষ ২০২৪ সালের নির্বাচন নিয়ে বেশি বিতর্ক হয়। খোদ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিদায়ের প্রাক্কালে ওই নির্বাচন বিতর্কিত এবং কমিশনের সীমাবদ্ধতা ছিল বলে স্বীকার করেন।

গত ৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‌“২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে ব্যক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, দলের সঙ্গে নয়। সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের ২৯৯টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়।”

তিনি বলেন, “২৯৯ আসনে এক হাজার ৯৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২৪ সালে একদলীয় নির্বাচন হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজনও ছিল না। নির্বাচন এক দলের ভেতরেই হয়েছে। বহু দলের মধ্যে হয়নি। ভোটের পর বিজয়ী পেয়েছি। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান কমিশনের অধীনে। ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো সেই নির্বাচন প্রত্যাখ্যান করে। নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি।

Sharing is caring!