আজ বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেক্সিকোতে ট্রাক্টরের ধাক্কায় বাস খাদে, নিহত ১৯

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ০৩:১৭ অপরাহ্ণ
মেক্সিকোতে ট্রাক্টরের ধাক্কায় বাস খাদে, নিহত ১৯

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ট্রাক্টর ট্রেইলারের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন।

শনিবার যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত রাজ্য চিহুয়াহুয়া শহর চিউদাদ জুয়ারেজের দিকে যাওয়ার পথে জাকাতেকাসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে।

সিএনএন-এর প্রতিবেদন বলছে, যাত্রীবাহী ওই বাসকে পেছন থেকে একটি ট্রাক্টর ট্রেইলার ধাক্কা দিলে তা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় উদ্ধার কর্মীরা।

জেকাতেকাস গভর্নর ডেভিড মনরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে পরবর্তীতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে প্রকৃত নিহতের সংখ্যা ১৯ বলে জানানো হয়।

গভর্নর ডেভিড মনরিয়ার আরও জানান, দুর্ঘটনার নেপথ্যে থাকা ট্রাক্টর ট্রেইলারের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Sharing is caring!