অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ছড়ানো ভারতীয় মিডিয়ার গুজবের ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম। তারা এ ব্যাপারে কাউকে গুজব না ছড়াতে এবং গুজব কান না দিতে অনুরোধ করেছেন।
মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক (রুটিন) বিষয়।
তিনি আরও জানান, রাষ্ট্র ও সরকারপ্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন। মঙ্গলবার বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নিয়েছেন স্বশরীরে এবং যে কাগজের কথা বলা হচ্ছে, সেটা রুটিন ওয়ার্ক। সব সরকারপ্রধানের ক্ষেত্রে এই শিডিউল রাখা হয়।
এর আগে ভারতীয় একটি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অসুস্থতা নিয়ে খবর প্রকাশ হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূসের হার্টের সমস্যা গুরুতর। তার হৃদযন্ত্রে জরুরি অস্ত্রপচারের প্রয়োজন হতে পারে। সে জন্য ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বেড রিজার্ভ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক দল।
Sharing is caring!