আজ বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ণ
প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবি যখন জোরালো হচ্ছে এর মধ্যেই প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের দুইজন প্রভাবশালী উপদেষ্টা। প্রায় ৪০ মিনিট ধরে চলা তাদের এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ২টা ৪০ মিনিটের দিকে তারা বেরিয়ে আসেন বলে সুপ্রিম কোর্ট সূত্র ঢাকা মেইলকে জানিয়েছে।

তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতিকে অপসারণ এবং ছাত্রলীগকে নিষিদ্ধকরণের দাবি প্রসঙ্গে আলোচনা হয়েছে। তবে কোনো সূত্রই এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

Sharing is caring!