আজ সোমবার, ২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের মতো চলছে সংরক্ষিত আসনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ০৩:৩০ অপরাহ্ণ
দ্বিতীয় দিনের মতো চলছে সংরক্ষিত আসনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি

দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি।

বুধবার সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত।

এর আগে মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের হয়ে লড়তে ৮১০টি ফরম সংগ্রহ করেন, যা থেকে ৪ কোটি টাকা আয় করেছে দলটি।

ঢাকা বিভাগে ২৭৫টি, ময়মনসিংহ বিভাগে ৬২টি, সিলেট বিভাগে ২৬টি, চট্টগ্রাম বিভাগে ‌১৪৯টি, রংপুর বিভাগে ৭৫টি, রাজশাহী বিভাগে ৯০টি, খুলনা‌ বিভাগে ৭৭টি, বরিশাল বিভাগে ৫৬টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

দলটির কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আর তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।

Sharing is caring!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু-মুসলিম সকলকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। শনিবার গোপালগঞ্জের কালীনগর হাই স্কুল মাঠে পেশাজীবি, জনতার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষক নেতা বাবু দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক এডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ বিশেষ অতিথি ছিলেন। সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি জনগনের দল। দলে যারা বিতর্কিত এবং জনগনের সঙ্গে সুসম্পর্ক রাখেন না তাদের বিষয়ে তারেক রহমান অবগত। এসময় সেলিম ভূঁইয়া অন্তর্বতীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগনের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান। জয়নাল আবেদীন মেসবাহ বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবো। আমরা আমৃত্যু বিএনপি নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাবো। আগামী জাতীয় নির্বাচনে গোপালগঞ্জের সব আসনে ধানের শীষের প্রার্থী বিজয় লাভ করবে।