আজ শনিবার, ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ তসলিমার, মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত?

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ
রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ তসলিমার, মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত?

বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতে থাকার রেসিডেন্স পারমিটের মেয়াদ ফুরিয়ে গেছে। আর এই পারমিটের মেয়াদ বাড়ানোর জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে বার বার যোগাযোগ করলেও কোনও সাড়া পাননি তিনি। যে কারণে দেশটিতে বসবাস করা নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিস্তারিত এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিনের ভারতে বসবাসের জন্য নির্ধারিত রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়েছে গত ২২ জুলাই। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘‘লজ্জা লেখার পর থেকে নিন্দুকেরা আমাকে ‘বিজেপির লোক’, ‘আরেসেসের লোক’, ‘র’এর লোক বলে প্রচার করেছে। এও বলেছে আমাকে টাকা দেওয়া হয়েছে ‘লজ্জা’ লেখার জন্য। এরা কখনও ভাবতে পারে না, কেবল মানবাধিকারের জন্য মানুষ সংগ্রাম করতে পারে, কলম ধরতে পারে। টাকা পাওয়া তো দূরের কথা, মানবতার জন্য মানুষ নিজের পকেট থেকে অজস্র টাকাও খরচ করতে পারে।’’

নির্বাসিত এই লেখিকা ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের কারও সাথে তার সম্পর্ক নেই উল্লেখ করে বলেছেন, ‘‘নিন্দুকদের মিথ্যের ভিড়ে সত্যিটা হলো, আমি বিজেপি বা আরেসেস বা র’এর কাউকে চিনি না। কারও সঙ্গে আমার পরিচয় নেই। সরকারের কেউই আমার চেনা নয়। আমি কারও সঙ্গে যে যোগাযোগ করবো জানার জন্য যে কেন আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানো হচ্ছে না, তার উপায় নেই। গুগল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেইল ঠিকানা নিয়ে ইমেইল করেছি, তার কোনও উত্তর পাইনি।’’

Sharing is caring!