সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুক লাইভে কটূক্তির অভিযোগের মামলা থেকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে অব্যাহতি দিয়েছে আদালত। রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দিয়েছেন।
রাশেদের আইনজীবী জাহেদুর রহমান জানান, রবিবার মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য ছিল। কোনো সাক্ষী আসায় আমরা অব্যাহতি চেয়ে আবেদন করি। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে অব্যাহতি দিয়েছেন।
২০২১ সালের ২২ নভেম্বর আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৭ জুন রাশেদ খান ‘কোটা সংস্কার চাই’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিও লাইভে এসে বক্তব্য দেন। সেখানে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দেন।
এসব মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইনশৃঙ্খলার অবনতি ঘটে- এমন অভিযোগে ওই বছরের ১ জুলাই রাজধানীর শাহবাগ থানায় রাশেদ খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়।
ওই দিনই রাশেদ খানকে গ্রেফতার করে পুলিশ। পরে দুই দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। এরপর তদন্ত শেষে রাশেদকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৩ অক্টোবর চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
Sharing is caring!